বাগেরহাটে সাইবার নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৪:২১
বাগেরহাটের চিতলমারীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, সাইবার নিরাপত্তা ও সাইবার বুলিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ছবি: বাসস

বাগেরহাট, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাগেরহাটের চিতলমারীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, সাইবার নিরাপত্তা ও সাইবার বুলিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আহমেদ ইকবাল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস।

আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের ডিজিএম ওয়াদুদ খন্দকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা সুলতানা দিলরুবা, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা বিআরডিবি অফিসার মো. সহিদুল ইসলাম ও মো. হুমায়ুন কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রঞ্জন হালদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা রুমান হুসাইন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. কাওসার আহমেদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জনি সরকার, যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা রেজাউল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা আইসিটি কর্মকর্তা শেখ মোহাম্মদ ফয়সল।

বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ, সাইবার অপরাধ থেকে নিজেকে ও অফিসিয়াল তথ্য সুরক্ষিত রাখার কৌশল এবং সাইবার বুলিং থেকে বাঁচার উপায়গুলো জানা যাবে।

তারা আরও বলেন, বর্তমান বিশ্বে আমাদের অফিসিয়াল ও ব্যক্তিগত জীবনের বড় একটি অংশ অনলাইনে সম্পৃক্ত। সেই অনলাইন জগতেই লুকিয়ে আছে নানা ধরনের হুমকি— যেমন ডেটা চুরি, প্রতারণা, ফিশিং ও সাইবার বুলিং। আমরা যদি সচেতনভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করি, তাহলে এসব ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান
লকডাউনের প্রভাব পড়েনি গাজীপুরে
‘রান উইথ শিবির’ কর্মসূচিকে ছাত্রলীগের বলে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত : ফ্যাক্টওয়াচ
লিবিয়া উপকূলে অভিবাসী নৌকাডুবিতে ৪২ জনের প্রাণহানির আশঙ্কা: জাতিসংঘ
চাঁদপুরে সব রুটে যান চলাচল স্বাভাবিক
লালমনিরহাটে আওয়ামী লীগের ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার
চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ আটক ৫
২০২৫ সালে রেকর্ড ছাড়াবে জীবাশ্ম জ্বালানির নিঃসরণ : গবেষণা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২,২৬৮টি মামলা
দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল ও উপকরণ বিতরণ
১০