দিনাজপুর পৌরসভায় ১২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৪:২৩
দিনাজপুর পৌরসভা এলাকায় রাস্তা ও ড্রেন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়। ছবি: বাসস

দিনাজপুর, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : দিনাজপুর পৌরসভা এলাকায় ১২ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে রাস্তা ও ড্রেন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে রোড আপগ্রেডেশন অ্যান্ড ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট (আরইউটিডিপি) প্রকল্পের আওতায় এ কাজের উদ্বোধন করা হয়। প্রকল্পের আওতায় শহরের মডার্ন মোড় থেকে চাউলিয়াপট্টি মোড় হয়ে সাধুরঘাট এবং চাউলিয়াপট্টি মোড় থেকে লালবাগ পর্যন্ত এক কিলোমিটার রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্ভোধন করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান। 

এ সময় পৌরসভার সহকারী প্রকৌশলী মীর তোফাজ্জল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. ময়েজ উদ্দিন, প্রকল্পের সিনিয়র মিউনিসিপ্যাল প্রকৌশলী মো. মর্তুজা রেজা, মিউনিসিপ্যাল প্রকৌশলী মো. মুশফিকুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর কাজী আশরাফউজ্জামান বাবু, ঠিকাদারি প্রতিষ্ঠান নিপা এন্টারপ্রাইজ জেভিআরএর স্বত্বাধিকারী মো. রবিউল আলম তুহিন, মো. হবিবুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকৌশলী মিনারুল ইসলাম খান বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে পৌর এলাকার মানুষের জীবন মান উন্নয়ন হবে, পথচারী ও যানবাহন চলাচল সহজ হবে। রাস্তা নির্মাণে এলাকাবাসী দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে।

তিনি জানান, এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৩ লাখ ৯০৬ টাকা। চুক্তি অনুযায়ী, আগামী বছর ২০২৬ সালের ডিসেম্বরে এই নির্মাণ কাজ শেষ করতে ঠিকাদারকে সময় বেঁধে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান
লকডাউনের প্রভাব পড়েনি গাজীপুরে
‘রান উইথ শিবির’ কর্মসূচিকে ছাত্রলীগের বলে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত : ফ্যাক্টওয়াচ
লিবিয়া উপকূলে অভিবাসী নৌকাডুবিতে ৪২ জনের প্রাণহানির আশঙ্কা: জাতিসংঘ
চাঁদপুরে সব রুটে যান চলাচল স্বাভাবিক
লালমনিরহাটে আওয়ামী লীগের ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার
চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ আটক ৫
২০২৫ সালে রেকর্ড ছাড়াবে জীবাশ্ম জ্বালানির নিঃসরণ : গবেষণা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২,২৬৮টি মামলা
দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল ও উপকরণ বিতরণ
১০