রংপুরে আওয়ামী লীগ ও যুবলীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৪:৩৭

রংপুর, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : রংপুর মহানগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মহানগর আওয়ামী লীগের ১৪ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম মোকাররম, কল্যাণী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, দর্শনা এলাকার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আলী, ৬ নম্বর কাফ্রিখাল ইউনিয়ন যুবলীগের সভাপতি ফুয়াদ মন্ডল, দামোদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেল থেকে গতকাল বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে এ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আতাউর রহমান বলেন, গ্রেপ্তারকৃত সবার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান
লকডাউনের প্রভাব পড়েনি গাজীপুরে
‘রান উইথ শিবির’ কর্মসূচিকে ছাত্রলীগের বলে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত : ফ্যাক্টওয়াচ
লিবিয়া উপকূলে অভিবাসী নৌকাডুবিতে ৪২ জনের প্রাণহানির আশঙ্কা: জাতিসংঘ
চাঁদপুরে সব রুটে যান চলাচল স্বাভাবিক
লালমনিরহাটে আওয়ামী লীগের ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার
চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ আটক ৫
২০২৫ সালে রেকর্ড ছাড়াবে জীবাশ্ম জ্বালানির নিঃসরণ : গবেষণা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২,২৬৮টি মামলা
দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল ও উপকরণ বিতরণ
১০