বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করবে : টুকু

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৭:৩৬
ছবি : বাসস

সিরাজগঞ্জ, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : সিরাজগঞ্জ-২ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করবে।

তিনি আরও বলেন, একজন ব্যক্তির শিক্ষাগত যাত্রার বিভিন্ন পর্যায় এবং লক্ষ্যের একটি সামগ্রিক চিত্র হচ্ছে  জীবনের মানচিত্র  যা একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য রোডম্যাপের মতো কাজ করে। 

আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজের শহীদ শিহাব অডিটোরিয়ামে বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি নিয়ে কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, একটি জাতির উন্নতি ও অগ্রগতির জন্য শিক্ষা অপরিহার্য এবং ছাত্ররাই ভবিষ্যতের কান্ডারি। সেই কারণ বিএনপির ভারপ্রাপ্ত  চেয়ারম্যান তারেক রহমান  রাষ্ট্র সংস্কারের ৩১ দফার যে কর্মসূচি দিয়েছেন তার ২৫ নম্বরে খুব পরিষ্কারভাবে শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে।

সিরাজগঞ্জ সরকারি কলেেেজর অধ্যক্ষ প্রফেসার মুহীদুল হাসানের সভাপতিত্বে সভায়  ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।  

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণদাস, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭
গণসংহতি আন্দোলনের এক দশক পূর্তিতে কাল সমাবেশ ও বর্ণাঢ্য মাথাল র‌্যালি
ফ্যাসিবাদী তৎপরতার বিরুদ্ধে চাকসুতে বিক্ষোভ মিছিল
আনসার ও ভিডিপি মহাপরিচালকের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পিকেএসএফ-এর ৩৫তম বর্ষপূর্তি: আরও বৃহত্তর পরিসরে বেশি মানুষকে সেবা প্রদানের অঙ্গীকার
বাংলাদেশ একাদশে নেই শমিত, ফিরলেন জামাল
সরকারি সেবার মান প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজ করতে হবে : শীষ হায়দার চৌধুরী
অধ্যাপক আলী রীয়াজ-কে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ
২৩ নভেম্বর বিপিএলের নিলাম
কুলসুমের ব্রোঞ্জ জয়
১০