ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

বাসস
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৩:৫৬
ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

ঝালকাঠি, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে সভায় জেলার উন্নয়ন প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়।
‎‎
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামসহ শিক্ষা, কৃষি, মৎস্য, সড়ক ও জনপথ, তথ্য, এলজিইডি ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
‎‎
সভায় জেলা প্রশাসক আশরাফুর রহমান বিগত সভার আলোচ্য বিষয়গুলোর অগ্রগতি যাচাই করে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের কাছ থেকে চলমান প্রকল্পগুলোর আপডেট জানতে চান। তিনি বলেন, জেলা উন্নয়নের প্রতিটি প্রকল্পই জনগণের স্বার্থের সঙ্গে জড়িত। তাই সময়মতো ও মানসম্মতভাবে কাজ শেষ করতে হবে।

সভায় জানানো হয়, ঝালকাঠি সদরের বাসন্ডা সেতুর নির্মাণকাজের জন্য ডিজাইন প্রস্তুতের কাজ দ্রুত এগিয়ে চলছে। ডিজাইন এক সপ্তাহের মধ্যেই পাওয়া যাবে বলে সভায় জানানো হয়। এছাড়া ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার ভবনের লিফট কেনার অনুমোদন মিলেছে এবং ক্রয় প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী এক বছরের মধ্যেই লিফট স্থাপন কাজ সম্পন্ন হবে।

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের নিরাপত্তা জোরদার, পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে কৃষি, মৎস্য, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন খাতের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জেলা প্রশাসক সকল দপ্তরের কর্মকর্তাদের আরও সক্রিয় হয়ে কাজ করার নির্দেশ দিয়ে বলেন, জেলার উন্নয়নকে তরান্বিত করতে সমন্বিত উদ্যোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রকল্পের অগ্রগতি দৃশ্যমান করতে হবে।

সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ দিকনির্দেশনা সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিলির নির্বাচনে ডানপন্থীদের প্রভাব বাড়ছে
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
নির্বাচনে যারা পেশি শক্তি দেখাবে, তারাই ক্ষতিগ্রস্ত হবে : ইসি সানাউল্লাহ
রাজবাড়ীতে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলে ৪৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি আটক
প্রবীণ আব্দুল গণি জমাদ্দার দম্পতির পাশে তারেক রহমান
বৃষ্টির জন্য আকাশে মেঘের বীজ বপন কার্যক্রম শুরু করেছে ইরান
রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের
ইথিওপিয়ায় মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব: আফ্রিকা সিডিসি
খুলনাঞ্চলে আমন মৌসুমে সাড়ে ৮ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা
১০