রাজবাড়ীতে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৫:৩২
রাজবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ অনুষ্ঠিত। ছবি: বাসস

রাজবাড়ী, ১৬ নভেম্বর ২০২৫ (বাসস): জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার সভায় সভাপতিত্ব করেন । সভার মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য। 

সরকারের বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সেবামূলক কার্যক্রমের মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। 

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ‘সার্বিক উন্নয়নের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি জনসেবামুখী কার্যক্রমে আরো স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে হবে। জেলার সামগ্রিক উন্নয়নের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’

জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা অফিস, মৎস্য অধিদপ্তর, প্রাণীসম্পদ বিভাগ, পানি উন্নয়ন বোর্ডসহ প্রায় ৭১টি সরকারি দপ্তরের কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন। দপ্তরগুলোর পক্ষ থেকে চলমান কর্মপরিকল্পনা, সমস্যা, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ করণীয় উপস্থাপন করা হয়।

সভায় স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, স্যানিটেশন, পানি ব্যবস্থাপনা, নারী উন্নয়ন, গ্রামীণ বিদ্যুতায়ন, সড়ক উন্নয়নসহ বিভিন্ন খাতে অগ্রগতি মূল্যায়ন করা হয় এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, স্থানীয় সরকার, রাজবাড়ীর উপপরিচালক ডা. মাহমুদুল হক, রাজবাড়ী সদর হাসপাতালের উপপরিচালক ডা. শেখ মো. আব্দুল হান্নান, সমাজসেবার উপপরিচালক রুবাইয়াত মুহম্মদ ফেরদৌস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আজমীর হোসেন এবং পল্লি বিদ্যুতায়ন বোর্ডের জেনারেল ম্যানেজার গোলাম রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য করণীয় সব কিছুই করছে ইসি : আনোয়ারুল ইসলাম সরকার
এআই দ্বারা তৈরি অর্থ উপদেষ্টার ফেক ভিডিও সম্পর্কে অর্থ মন্ত্রণালয়ের সতর্কতা
জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্টে নওগাঁ চ্যাম্পিয়ন
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৫০৩ মামলা
নারী ফুটবলে অবদান রাখতে চায় দিনাজপুরে নওশিন প্রমিলা ফুটবল একাডেমি
সাবেক সংসদ সদস্য মায়া ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রস্তুত
পরিবেশ রক্ষায় খুলনায় বিএনপি প্রার্থীর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি 
নাটোরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু
১০