নাটোরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

বাসস
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৬:৫৫
আজ নাটোরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। ছবি : বাসস

নাটোর, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : নাটোরে মহাসড়ক ও পৌরসভা এলাকার প্রধান সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সড়ক বিভাগ।

আজ রোববার সকাল সাড়ে ৯টা থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসফাকুল হক চৌধুরী।

নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করা হয়েছে। এর আগেও কয়েকবার এ অভিযান পরিচালনা করা হয়েছে। এবার উচ্ছেদ করার পরে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। আবারও অবৈধভাবে স্থাপনা গড়ে তোলা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে আর্থিক জরিমানাও আরোপ করা হবে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসফাকুল হক চৌধুরী বলেন, সড়ক বিভাগের জায়গাতে যেসব অবৈধ স্থাপনা আছে সবই উচ্ছেদ করা হচ্ছে। অনেকগুলো স্থাপনা মালিকরা নিজেরাই সরিয়ে নিয়েছে।

এক্সেভেটর, বুলডোজার সহযোগে উচ্ছেদ অভিযানে সড়ক বিভাগের কর্মকর্তা ছাড়াও পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে শহরের বড়হরিশপুর বাইপাস থেকে বনবেলঘড়িয়া বাইপাস ও প্রধান সড়কের পাশের অবৈধ স্থাপনা অপসারণে দুই দিন ধরে মাইকে প্রচারণা চালায় সড়ক বিভাগ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারে দেশত্যাগে নিষেধাজ্ঞা
কাউনিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা হীরা গ্রেপ্তার
মামুন হত্যা : ২ শ্যুটারসহ ৪ আসামি রিমান্ডে
শেখ হাসিনা-রেহানা-টিউলিপের মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য 
ঢাকাসহ সারা দেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুধুমাত্র অনলাইনে
হারমারের ঘূর্ণিতে ১৫ বছর পর দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট হারলো ভারত
নারী কাবাডি বিশ্বকাপের জন্য প্রস্তুত বাংলাদেশ
নবান্নের পিঠার সুবাসে মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়
আগামী জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে: মিনু
তিনদিনব্যাপী আন্তর্জাতিক কৃষি ও খাদ্য সম্মেলন করবে বিএজেএফ
১০