মামুন হত্যা : ২ শ্যুটারসহ ৪ আসামি রিমান্ডে

বাসস
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৮:৪৮

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে তারিক সাইফ মামুনকে (৫৫) প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় শ্যুটার মো. ফারুক হোসেন ফয়সাল ও রবিন আহম্মেদ পিয়াসসহ চারজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডকৃত অন্য আসামি মো. রুবেল ও শামীম আহম্মেদ।

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

মোহাম্মদপুর থানার অস্ত্র আইনে করা মামলায় চার দিনের রিমান্ড শেষে আজ তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর সূত্রাপুর থানার হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর শুনানি শেষে তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১১ নভেম্বর ঢাকা, নরসিংদী ও সিলেটে একাধিক স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, দু’টি ম্যাগজিন, দু’টি মোটরসাইকেল ও ১ লাখ ৫৩ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। পরদিন ১২ নভেম্বর এ মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর  করেন।

গত ১০ নভেম্বর পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে মামুনকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়, পরে ঢাকা মেডিকেলে স্থানান্তর করলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ১৫ নভেম্বর মামুনের স্ত্রী বিলকিস আক্তার রিপা সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতানামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চবি’র শিক্ষার্থীদের ওপর হামলাকারী যুবলীগ নেতা হানিফ গ্রেফতার
শেরপুরে বিএনপির উঠান বৈঠকে নারী ভোটারের ঢল
ঝিনাইদহে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে কর্মীসভা
বিসিএস পরীক্ষার সিলেবাস ও প্রশ্নপত্রের কাঠামো যুগোপযোগী করা সময়ের দাবি : ড. মোবাশ্বের মোনেম
সিলেটে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের আদি নববর্ষ উদযাপন
হাসিনার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা
দিনাজপুরে গ্রাম আদালত কার্যক্রমের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা 
সরকারি ভবন পরিবেশবান্ধব ‘গ্রিন বিল্ডিং’ করার আহ্বান পরিবেশ উপদেষ্টার
প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষায় ১২ কোটি ১৫ লাখ টাকার সহায়তা দিয়েছে সরকার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের খাতা পুনর্মূল্যায়নের আবেদন শুরু মঙ্গলবার
১০