
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস): রাজশাহীতে মহানগর দায়রা জজের বাসায় তার ছেলেকে হত্যার ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার।
আজ এক বিবৃতিতে তিনি সকল বিচারকের নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। একজন নিরপরাধ সন্তানকে হত্যা এবং তার মায়ের ওপর হামলা মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল।
তিনি বলেন, ‘আমরা এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই।’ একই সঙ্গে তিনি নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতের দ্রুত আরোগ্য কামনা করেন।
এসময় জামায়াত নেতা ঘটনার প্রকৃত উদ্দেশ্য উদঘাটন করে আসল অপরাধীদের গ্রেফতার এবং দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানান।