ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৫০৩ মামলা

বাসস
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৭:২৮

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৫০৩টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

গতকাল শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে। আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়— ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস, দু’টি ট্রাক, ৩১টি কাভার্ডভ্যান, ৬৬টি সিএনজি ও ২০৪টি মোটরসাইকেলসহ মোট ৩৬৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে পাঁচটি বাস, ১২টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৬৮টি মোটরসাইকেলসহ মোট ১২৭টি মামলা হয়েছে।
 
ট্রাফিক-তেজগাঁও বিভাগে পাঁচটি বাস, দু’টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ৯৮টি মোটরসাইকেলসহ মোট ১৭৫টি মামলা হয়েছে।
 
ট্রাফিক-মিরপুর বিভাগে সাতটি বাস, দু’টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ১৬২টি মোটরসাইকেলসহ মোট ২৩৫টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১০টি বাস, তিনটি ট্রাক, দু’টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৮৯টি মোটরসাইকেলসহ মোট ১৬১টি মামলা হয়েছে।
 
ট্রাফিক-উত্তরা বিভাগে ১১টি বাস, পাঁচটি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ১০০টি মোটরসাইকেলসহ মোট ২১১টি মামলা হয়েছে।
 
ট্রাফিক-রমনা বিভাগে একটি বাস, চারটি কাভার্ডভ্যান, সাতটি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ মোট ৮০টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১১টি বাস, দু’টি ট্রাক, ১৫টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ১৪৭টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩১৮টি গাড়ি ডাম্পিং ও ১১৭টি গাড়ি রেকার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
বাউফলে বিএনপির পথসভায় মানুষের ঢল
বান্দরবানে কৃষির সম্ভাবনা অনুসন্ধানে বুনিয়াদি প্রশিক্ষণ
গাজীপুরের নতুন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার
শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের কার্যক্রম স্থগিতের নির্দেশনা
অবৈধভাবে বালু উত্তোলন, চট্টগ্রামের সাঙ্গু নদী থেকে দুই ড্রেজারসহ চারজন আটক
গ্রিস থেকে গ্যাস আমদানি করবে ইউক্রেন : জেলেনস্কি
ইউপি ইস্যুতে কাস্টমস বন্ড ব্যবস্থাপনা সিস্টেম ব্যবহারে বাধ্যতামূলক হচ্ছে: এনবিআর
নভেম্বরের প্রধমার্ধে প্রবাসী আয় ২৩ দশমিক ১ শতাংশ বেড়েছে
বিশ্বকাপের দ্বারপ্রান্তে স্পেন, সুইজারল্যান্ড
১০