বাউফলে বিএনপির পথসভায় মানুষের ঢল

বাসস
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৯:৩১
বিএনপির পথসভায় মানুষের ঢল। ছবি : বাসস

পটুয়াখালী, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার বাউফলের নাজিরপুর তাঁতের কাঠির বাকলা বাজারে বিএনপির পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের নির্দেশনায় বাউফল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ পলাশের সভাপতিত্বে এ পথসভা করা হয়েছে। এতে স্থানীয় নেতা-কর্মীসহ অসংখ্য মানুষ অংশ গ্রহণ করেন।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলার সাবেক সদস্য সচিব ওয়ালিউর রহমান। 

এ সময় বক্তারা বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা জাতীয় পুনর্গঠন প্রস্তাব বাস্তবায়নই বর্তমান রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র পথ। তারা বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সুশাসন, জবাবদিহিতা, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মঞ্জু, যুগ্ম আহ্বায়ক কাওসার আহমেদ, ইউনিয়ন বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলাল আকন, নাজিরপুরের প্যানেল চেয়ারম্যান মৌসুমী আক্তার রুমা প্রমুখ।  


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চবি’র শিক্ষার্থীদের ওপর হামলাকারী যুবলীগ নেতা হানিফ গ্রেফতার
শেরপুরে বিএনপির উঠান বৈঠকে নারী ভোটারের ঢল
ঝিনাইদহে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে কর্মীসভা
বিসিএস পরীক্ষার সিলেবাস ও প্রশ্নপত্রের কাঠামো যুগোপযোগী করা সময়ের দাবি : ড. মোবাশ্বের মোনেম
সিলেটে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের আদি নববর্ষ উদযাপন
হাসিনার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা
দিনাজপুরে গ্রাম আদালত কার্যক্রমের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা 
সরকারি ভবন পরিবেশবান্ধব ‘গ্রিন বিল্ডিং’ করার আহ্বান পরিবেশ উপদেষ্টার
প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষায় ১২ কোটি ১৫ লাখ টাকার সহায়তা দিয়েছে সরকার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের খাতা পুনর্মূল্যায়নের আবেদন শুরু মঙ্গলবার
১০