
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ ও মেক্সিকো ওষুধ ও স্বাস্থ্য সেবা খাতে পরস্পরের সহযোগিতার নতুন পথ নিয়ে আলোচনা করেছে।
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে নেওয়ার লক্ষ্যে মেক্সিকোর নুয়েভো লেন রাজ্যে সরকারি সফর করেছেন।
মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাস জানায়, রাষ্ট্রদূত মেক্সিকোর শীর্ষস্থানীয় খুচরা ফার্মেসি চেইন ফার্মাসিয়াস ডেল আহোরোর প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন।
সেখানে তাদের মধ্যে ওষুধ ও স্বাস্থ্য সেবা খাতে বিনিয়োগ ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর আলোচনা হয়েছে।
এ সময় তিনি বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ওষুধ খাতের কথা তুলে ধরেন এবং অংশীদারিত্বের সুযোগগুলোকে দেখে আসার জন্য ফার্মাসিয়াস ডেল আহোরোর প্রধান নির্বাহী কর্মকর্তাকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।
রাষ্ট্রদূত আনসারী বাংলাদেশের প্রতিযোগিতামূলক ওষুধ শিল্পের পরিস্থিতি সম্পর্কে মত বিনিময় এবং প্রযুক্তিগত সহযোগিতা ও ভবিষ্যতের ব্যবসায়িক সংযোগের সম্ভাবনা চিহ্নিত করার জন্য ল্যাবরেটরিওস কর্নের প্যাট্রিসিও গারজা সাদার সঙ্গেও দেখা করেছেন।
একটি পৃথক বৈঠকে, রাষ্ট্রদূত বেস ব্যাংক ও টেক্সটাইল অ্যান্ড কনফেকশন ইন্ডাস্ট্রিজের মালিক আলভারো বারেরা সেগোভিয়ার সঙ্গে দেখা করেন এবং টেক্সটাইল, পোশাক ও উৎপাদন ক্ষেত্রে সম্ভাব্য দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রগুলোর ব্যাপারে নুয়েভো লেনের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন।