বিভাগ ঘোষণার দাবিতে ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম-ঢাকা’র মতবিনিময়

বাসস
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৯:৪১
রোববার রাজধানীর পুরানা পল্টনে সিজেএফডি কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস): অবিলম্বে কুমিল্লা বিভাগ ঘোষণার দাবি জানিয়েছে ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার (সিজেএফডি) নেতৃবৃন্দ। 

আজ রোববার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।

সংগঠনটির সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ঢাকায় কর্মরত দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। 

সভায় অবিলম্বে বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

সাংবাদিক নেতৃবৃন্দ কোনো ধরনের গড়িমসি না করে অতি দ্রুত কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের যৌক্তিকতা এবং ভবিষ্যত কর্মসূচির ব্যাপারে মতামত দেন।

তারা বলেন, অবকাঠামো থেকে শুরু করে সব ধরনের সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও কুমিল্লাকে বিভাগ না করে যুগের পর যুগ বঞ্চিত করে রাখা হয়েছে। যখনই কুমিল্লা বিভাগ ঘোষণার সময় হয় বা দ্বারপ্রান্তে থাকে, তখনই শুরু হয় ষড়যন্ত্র। কুমিল্লা বিভাগ ঘোষণা এখন আর কোনো দাবি নয়, এটা কুমিল্লাবাসীর অধিকার। তাই অবিলম্বে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করতে হবে।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশেও কুমিল্লা বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। বিভাগ বাস্তবায়নে সরকারের কোষাগার থেকে একটি পয়সাও খরচ করতে হবে না। সুতরাং এ বিষয়ে আর কোনো বিলম্বের কারণ আমরা দেখছি না। 

আগামী ২৪ নভেম্বরের কর্মসূচি বাস্তবায়নের জন্য ঢাকায় বসবাসরত কুমিল্লার সব সাংবাদিকের প্রতি আহ্বান জানানো হয়।

অন্যান্যদের মধ্যে অালোচনায় অংশগ্রহণ করেন, সংগঠনের সহ-সভাপতি এম. এস. দোহা, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, এটিএন বাংলার চিফ রিপোর্টার মঈনুল আহসান, অর্থ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ, সাবেক অর্থ সম্পাদক সায়ীদ আবদুল মালিক, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম, ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান রতন, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক নার্গিস জুঁই, তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহমেদ আজম, শিক্ষা-প্রশিক্ষণ সম্পাদক ফারজানা আফরিন, ইভেন্ট-আপ্যায়ন সম্পাদক কাজী দ্বীন মোহাম্মদ বেলাল এবং নির্বাহী সদস্য মোহাম্মদ মাসুদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিরোজপুরে ৬০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ইউক্রেনের আরও ২ গ্রাম দখলের দাবি রাশিয়ার
বাংলাদেশ বেতার থেকে মানবতাবিরোধী অপরাধের রায় সরাসরি সম্প্রচার
মর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে: সিজিএ সম্মেলনে বক্তারা
কুয়েটে ‘বই উৎসব-২০২৫’ এর বর্ণাঢ্য উদ্বোধন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বাস-ট্রাক দুর্ঘটনায় নিহত ৫
পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তা বদলি
লিবিয়া উপকূলে অভিবাসী নৌকাডুবি, নিহত ৪
চবি’র শিক্ষার্থীদের ওপর হামলাকারী যুবলীগ নেতা হানিফ গ্রেফতার
শেরপুরে বিএনপির উঠান বৈঠকে নারী ভোটারের ঢল
১০