লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

বাসস
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১৪:২৩
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে। ছবি: বাসস

লালমনিরহাট, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে। 

আজ মঙ্গলবার সকালে ১৫ বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনন্তপুর বিওপির বিশেষ টহলদল সোমবার রাতে পশ্চিম রামখান, কুড়িগ্রামের ফুলবাড়ী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। টহলদলের সদস্যরা সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করলে চোরাকারবারিরা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরে ফেলে রাখা মালামাল তল্লাশি করে ৪১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৪৫ হাজার ২৫০ টাকা। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। সীমান্ত এলাকায় আমাদের গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝালকাঠির ডিসির সঙ্গে জেলার দপ্তর প্রধানদের মতবিনিময়
ভেটেরিনারি পেশায় নৈতিকতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত 
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপনের কর্মসূচি
হাবিপ্রবিতে মাশরুম চাষ বিষয়ক কর্মশালার উদ্ভোধন
সারাদেশে গত ২৪ ঘন্টায় ১,৬৪৯ জন গ্রেফতার
সরকারি খরচায় ১৩ লাখ ৩০ হাজার ১৬১ জনকে আইনি সহায়তা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৩৯৫ মামলা
শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
টঙ্গীতে চট ও প্লাস্টিকের গুদামে আগুন 
সারাদেশে গত ২৪ ঘন্টায় ১,৬৪৯ জন গ্রেফতার
১০