লালমনিরহাটে অসহায় কৃষকদের পাশে কৃষকদল

বাসস
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ২২:১৪
ছবি : বাসস

লালমনিরহাট, ১৮ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলার অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী কৃষকদল। মানবিক উদ্যোগের অংশ হিসেবে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত মহেন্দ্রনগর ও হারাটি ইউনিয়নে সংগঠনের শতাধিক নেতাকর্মী কাস্তে হাতে নিয়ে অসহায় চার জন কৃষকের তিন একর ১৫ শতাংশ জমির ধান কেটে সহায়তা করেন। এই চার কৃষক অর্থাভাবে নিজেদের ক্ষেতের ধান পেকে যাওয়া সত্ত্বেও ধান কাটতে পারছিলেন না। 

কৃষকদল সূত্রে জানা যায়, জেলা কৃষকদলের উদ্যোগে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাজিরচওড়া গ্রামের কৃষক এন্তাজুল হকের দুই একর এবং সোলায়মান আলীর ৩০ শতাংশ জমির ধান কেটে দেয় নেতাকর্মীরা। পাশাপাশি হারাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কৃষক আশরাফুল হকের ৪৫ শতাংশ ও সিরাজুল হকের ৪০ শতাংশ জমির ধানও কেটে দেওয়া হয়।

এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা কৃষকদলের সভাপতি নুরন্নবী মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম জাহেরুল হক দুলু, সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক সারোয়ারুল হক লিংকন, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক। সদর উপজেলার পাঁচ শতাধিক নেতাকর্মী স্বেচ্ছাশ্রমে এ ধান কাটায় অংশ নেন।

মানবিক এই সহায়তা পেয়ে কৃষক এন্তাজুল হক বলেন,‘কৃষকদলের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অর্থের অভাবে ধান কাটতে না পারায় বড় ক্ষতির মুখে পড়তে হতো। তাদের সহযোগিতায় আমরা উপকৃত হয়েছি।’

কৃষক সোলায়মান আলী বলেন, ‘এলাকায় কৃষকদল দরিদ্র কৃষকদের পাশে দাঁড়িয়ে যে সহযোগিতার হাত বাড়িয়েছে তা সত্যিই মানবিক। কৃষক দলের তরুণরাও মাঠে নেমে কাজ করেছে। এতে আমাদের মতো ছোট কৃষকদের অনেক উপকার হয়েছে।’

জেলা কৃষকদলের সভাপতি নুরন্নবী মোস্তফা বলেন, ‘অর্থের অভাবে ধান কাটতে না পারা গরিব ও অসহায় কৃষকদের আমরা খুঁজে বের করে ধান কেটে দিচ্ছি। চলতি মৌসুমের ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

স্থানীয় শিক্ষাবিদ, কৃষি বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিরা কৃষকদলের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অর্থনৈতিক সংকটে থাকা কৃষকদের সহায়তা করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে ৬টি ককটেল নিষ্ক্রিয় করেছে সিটিটিসি
সেলিনা হায়াত আইভীকে আরও ৫ মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ
ঢাবি ডেপুটি রেজিস্ট্রার লাভলু কারাগারে
সিএসই পরিদর্শন করেছেন মালয়েশিয়ার রাষ্ট্রদূত
হাটহাজারী সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত : ব্যারিস্টার মীর হেলাল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার
পতেঙ্গার আদলে সিডিএ গড়ে তুলছে ‘কর্ণফুলী রিভারভিউ পার্ক’
যুব সমাজ রক্ষার্থে মাদকের আগ্রাসন রুখে দেয়ার আহ্বান সিলেট বিভাগীয় কমিশনারের
বডি ক্যামেরা ক্রয় প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : অর্থ উপদেষ্টা
হাসিনার ফাঁসির রায়কে অভিনন্দন জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম 
১০