বাংলাদেশ ও পাকিস্তান পুলিশ একাডেমির মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ২২:১৮
মঙ্গলবার মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি : পিআইডি

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ও পাকিস্তান পুলিশ একাডেমির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

বৈঠকে পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, অপরাধী হস্তান্তর, সেফ সিটি নির্মাণসহ দু’দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পাকিস্তানের হাইকমিশনারকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আত্মিক ও ঐতিহাসিক।

তিনি বলেন, গত সেপ্টেম্বরের শেষ দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পাকিস্তান সফর করেছেন। এর মাধ্যমে দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হয়েছে। সচিব পাকিস্তানের অবকাঠামো উন্নয়ন ও সার্বিক ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে তাদের ‘সেফ সিটি’ প্রকল্পের যেটা আমাদের দেশেও বাস্তবায়ন করা যেতে পারে।

উপদেষ্টা বলেন, আমরা সে লক্ষ্যে কাজ করছি। এ বিষয়ে বাংলাদেশকে পাকিস্তান প্রয়োজনীয় সহযোগিতা করবে।

জাহাঙ্গীর আলম বলেন, দু’দেশের পুলিশ একাডেমির মধ্যে সহযোগিতা জোরদার করতে একটি সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষর করা হবে। তা ছাড়া দু’দেশের অপরাধীদের পারস্পরিক বিনিময় বা হস্তান্তরে বর্তমানে কোনো লিগ্যাল ইনস্ট্রুমেন্ট নেই। ২০০৪ সালে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেয়া হলেও পরবর্তীতে তা কার্যকর করা হয়নি। তিনি বলেন, এ বিষয়ে চুক্তি স্বাক্ষরের জন্য পুনরায় উদ্যোগ গ্রহণ করা হবে।

হাইকমিশনার এ সময় বাংলাদেশ পুলিশের জন্য সাঁজোয়া নিরাপত্তা যানবাহন, ড্রোন সংগ্রহ ও ক্রয় এবং কৃষি যান্ত্রিকীকরণে পাকিস্তান সহযোগিতা করতে আগ্রহী বলে জানান।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) খন্দকার মো. মাহবুবুর রহমান, পাকিস্তান দূতাবাসের কাউন্সেলর কামরান দাঙ্গাল প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে ৬টি ককটেল নিষ্ক্রিয় করেছে সিটিটিসি
সেলিনা হায়াত আইভীকে আরও ৫ মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ
ঢাবি ডেপুটি রেজিস্ট্রার লাভলু কারাগারে
সিএসই পরিদর্শন করেছেন মালয়েশিয়ার রাষ্ট্রদূত
হাটহাজারী সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত : ব্যারিস্টার মীর হেলাল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার
পতেঙ্গার আদলে সিডিএ গড়ে তুলছে ‘কর্ণফুলী রিভারভিউ পার্ক’
যুব সমাজ রক্ষার্থে মাদকের আগ্রাসন রুখে দেয়ার আহ্বান সিলেট বিভাগীয় কমিশনারের
বডি ক্যামেরা ক্রয় প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : অর্থ উপদেষ্টা
হাসিনার ফাঁসির রায়কে অভিনন্দন জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম 
১০