
শেরপুর, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : শেরপুর জেলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরিফুল মাওলা মামুন (৩৬) কে গ্রেফতার করেছে র্যাব-১৪।
আজ বুধবার সকাল ৯টায় র্যাব-১৪ এর একটি বিশেষ অভিযানিক দল শেরপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হাজতি মামুন শেরপুর জেলা শহরের গৌরিপুর এলাকার আজাহার আলীর ছেলে।
র্যাব জানায়, এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামী মামুন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে র্যাব তাকে শহরের গৌরিপুর থেকে আটক করতে সক্ষম হয়।
এবিষয়ে র্যাব ১৪ জামালপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম জানান, গ্রেফতারের পর আজ দুপুরে তাকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে শেরপুর জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯১১/এমএসআর