নড়াইলে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বাসস
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৭:১৮
নড়াইলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ। ছবি : বাসস

নড়াইল, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : চলতি রবি মৌসুমে বোরো ধানের আবাদ বাড়াতে নড়াইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

আজ বুধবার দুপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের সামনে ৩৩০ জন কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়। 
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু রায়হান ও নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহাবুবুর রশিদ লাবলু।

কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল সদরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় এরইমধ্যে বিনামূল্যে ৯০০ কৃষকের মধ্যে বোরো উফশী জাতের ধানের বীজ ও ৩ হাজার ২০০ কৃষকের মধ্যে ২ কেজি করে হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে। এছাড়া উফশী বীজ পাওয়া ৯শ’ কৃষকের মধ্যে ২০ কেজি করে সার বিতরণ করা হবে। চলতে রবি মৌসুমে বোরোর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রধান অতিথি সঞ্চিতা বিশ্বাস বলেন, কৃষিই আমাদের সমৃদ্ধি। বর্তমান সরকার কৃষিবান্ধব। কৃষকদের হাতে বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার পৌঁছে দেওয়ার মাধ্যমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকারি খরচায় ৪ লাখ ৪৭ হাজার ৭৪০ মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে 
সংস্কারের ধারা অব্যাহত রাখতে নির্বাচনকে সুযোগ হিসেবে দেখতে চাই: দেবপ্রিয় ভট্টাচার্য 
স্মার্ট পাবলিক স্যানিটেশন অ্যাপ ‘যাব কোথায়?’ উদ্বোধন 
সিকিউরিটিজ রুলস: বিধিনিষেধ শিথিলের সুপারিশ
জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক
গাজীপুরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড 
টাঙ্গাইলে প্রতিবন্ধী বৃদ্ধা ও শিশুদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
১৮৯ কোটি টাকার ঋণ কেলেঙ্কারি : ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মাসুদ কারাগারে
ডেঙ্গুতে মৃত্যু ৬, হাসপাতালে ভর্তি ৭৮৮ জন
১০