
নড়াইল, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : চলতি রবি মৌসুমে বোরো ধানের আবাদ বাড়াতে নড়াইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের সামনে ৩৩০ জন কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু রায়হান ও নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহাবুবুর রশিদ লাবলু।
কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল সদরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় এরইমধ্যে বিনামূল্যে ৯০০ কৃষকের মধ্যে বোরো উফশী জাতের ধানের বীজ ও ৩ হাজার ২০০ কৃষকের মধ্যে ২ কেজি করে হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে। এছাড়া উফশী বীজ পাওয়া ৯শ’ কৃষকের মধ্যে ২০ কেজি করে সার বিতরণ করা হবে। চলতে রবি মৌসুমে বোরোর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রধান অতিথি সঞ্চিতা বিশ্বাস বলেন, কৃষিই আমাদের সমৃদ্ধি। বর্তমান সরকার কৃষিবান্ধব। কৃষকদের হাতে বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার পৌঁছে দেওয়ার মাধ্যমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।