বগুড়ায় বিএনপি নেতা পান্নার ইন্তেকাল

বাসস
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৪:২০

বগুড়া, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলার গাবতলী শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক একেএম পান্না মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

রামেশ্বরপুর ইউনিয়ন বিএনপির এ যুগ্ম সম্পাদক গতকাল বুধবার দুপুরে মারা যান। তিনি উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়ছিল ৪৬ বছর।

তিনি মা, স্ত্রী ও দুই ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে হঠাৎ অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে পান্না মিয়াকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বুধবার বাদ মাগরিব মরহুমের দীর্ঘ দিনের কর্মস্থল গাবতলী শহীদ জিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের বাড়ি উপজেলার রামেশ্বরপুর গ্রামে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমের জানাজায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক মানুষ শরিক হন।

উল্লেখ্য, পান্না মিয়া বগুড়া শহরের জলেশ্বরীতলা নূর মসজিদ এলাকায় বসবাস করতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় তারুণ্যের উৎসবে তারুণ্য নির্ভর আলোচনা সভা 
চট্টগ্রামে সরকারি ওষুধ বিক্রির দায়ে এক ব্যক্তির ১৪ বছরের জেল
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৫৯৭ মামলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৮ম আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন
আফগান সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর হাতে ২৩ জঙ্গি নিহত
রাসিকের নয়া প্রশাসকের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়
কমনওয়েলথ মহাসচিবের বাংলাদেশ সফর শুরু
শ্রীলংকার কাছে হারল বাংলাদেশ ‘এ’ দল
রংপুরে ভোটকেন্দ্র ও কক্ষ পুনর্বিন্যাসে ব্যস্ত প্রশাসন
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব গৃহীত
১০