কুয়েটে কর্মকর্তাদের আচরণবিধি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

বাসস
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৬:৩০
ছবি : বাসস।

খুলনা, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) কর্মকর্তাদের চাকরির নিয়ম, শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার সকালে কুয়েটের প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি) এই কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য (নিয়মিত দায়িত্বে) এবং বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ।

তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামোকে স্বচ্ছ ও শক্তিশালী করার জন্য প্রাসঙ্গিক নিয়মকানুন সম্পর্কে জ্ঞান অপরিহার্য। সরকারি চাকরির নিয়ম, শৃঙ্খলা এবং আচরণবিধির যথাযথ আনুগত্য প্রাতিষ্ঠানিক কার্যক্রমে গতিশীলতা আনে এবং পেশাদারিত্ব অর্জনে সহায়তা করে। 

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কর্মশালায় বাংলাদেশ সরকারি চাকরির নিয়ম, বিশ্ববিদ্যালয়-নির্দিষ্ট স্বায়ত্তশাসিত বিধি, শৃঙ্খলামূলক এবং আপিলের নিয়ম, এবং কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রযোজ্য ছুটির নিয়মসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
যান্ত্রিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এ এন এম মিজানুর রহমান এবং ইলেকট্রনিক্স এবং যোগাযোগ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলম প্রোগ্রামে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন। তারা অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন এবং ব্যবহারিক উদাহরণের মাধ্যমে জটিল নিয়মকানুন ব্যাখ্যা করেন।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান বলেন, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের মান বৃদ্ধির জন্য আইকিউএসি নিয়মিতভাবে এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মো. নূর কুতুবুল আলম অধিবেশন পরিচালনা করেন। বিশ্ববিদ্যালয়ের নবম গ্রেড ও তদুর্ধ কর্মকর্তারা প্রশিক্ষণে অংশ নেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাকিবকে টপকে সর্বোচ্চ উইকেটের রেকর্ড তাইজুলের
পন্টিংয়ের কীর্তিতে ভাগ বসালেন মুশফিক
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অধ্যাপক মুহাম্মদ ইউনূস
হেডের দূরন্ত সেঞ্চুরিতে দুইদিনে ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৯৩ জন
মাগুরায় বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু 
বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিশ্বের মৎস্য চাষিরা উদ্বিগ্ন : মৎস্য উপদেষ্টা
খুলনায় যানজট নিরসনে পুলিশের অনন্য উদ্যোগ
শেরপুরে হাজংদের ‘নয়া খাওয়া’ উৎসব উদযাপন
১০