ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৯৩ জন

বাসস
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৭:৩৪

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫৯৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৮ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৯ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৬২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত মোট ৮৬ হাজার ৩৩১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ২০ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮৯ হাজার ৪৮৬ জন। এর মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৭ শতাংশ নারী।  

গত ২৪ ঘণ্টায় তিনজনসহ চলতি বছরে দেশে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৫৬ জনের মৃত্যু হয়েছে।

২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যথাসময়ে নির্বাচন না হলে দেশে সংকট তৈরি হবে : জামায়াত আমির
তৃতীয়বারের মত ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড
বিএমইউতে পোস্টগ্রাজুয়েট রেসিডেন্সি প্রোগ্রাম উন্নয়নে গোলটেবিল বৈঠক
সুনামগঞ্জে জেলা কাব হলিডে 
প্রথম দিন দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ২৪৭ রান
বাংলাদেশে এসেছি কাবাডি উপভোগ করতে : এমা এটলে
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপ বাছাইপর্বে দুর্দান্ত শুরু বাংলাদেশের
ইসিতে মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট
বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুইটি সমঝোতা স্মারক সই
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ
১০