সুনামগঞ্জে জেলা কাব হলিডে 

বাসস
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৮:২২
সুনামগঞ্জে আজ বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ শাখার উদ্যোগে কাব হলিডে কর্মসূচি অনুষ্ঠিত। ছবি : বাসস

সুনামগঞ্জ, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ শাখার উদ্যোগে কাব হলিডে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার শহরের বুলচান্দ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। 

জেলা কাব লিডার রাছমিন বেগম চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা স্কাউটস কমিশনার কাননবন্ধু রায় ও শিক্ষক রজত কান্তি রায়। 

এ অনুষ্ঠানে জেলা স্কাউটস সম্পাদক শেখ নজরুল ইসলাম, জেলা সহকারী কমিশনার সিন্ধু ভূষণ তালুকদার, জেলা স্কাউটস কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার, সদর উপজেলা কমিশনার নাসরিন খানম ও সম্পাদক বুরহান উদ্দিন, তাহিরপুর উপজেলা কমিশনার নারায়ন চক্রবর্তী, জামালগঞ্জ উপজেলা কমিশনার নিশেন্ধু গোস্বামী ও দিরাই উপজেলা কমিশনার সুধাসিন্ধু দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াকে সম্মাননা প্রদান করা হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, স্কাউটিং এমন এক আন্দোলন, যা শিশুকাল থেকেই একজন মানুষের ভেতরে দায়িত্ববোধ, শৃঙ্খলা, সততা ও মানবসেবার মানসিকতা গড়ে তোলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি 
লুকাশেঙ্কো-ট্রাম্প চুক্তির অংশ হিসেবে বেলারুশ ৩১ জন ইউক্রেনীয়কে ক্ষমা করেছে
যথাসময়ে নির্বাচন না হলে দেশে সংকট তৈরি হবে : জামায়াত আমির
তৃতীয়বারের মত ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড
বিএমইউতে পোস্টগ্রাজুয়েট রেসিডেন্সি প্রোগ্রাম উন্নয়নে গোলটেবিল বৈঠক
সুনামগঞ্জে জেলা কাব হলিডে 
প্রথম দিন দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ২৪৭ রান
বাংলাদেশে এসেছি কাবাডি উপভোগ করতে : এমা এটলে
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপ বাছাইপর্বে দুর্দান্ত শুরু বাংলাদেশের
১০