তৃতীয়বারের মত ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড

বাসস
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৮:২৬

ঢাকা, ২২ নভেম্বর ২০২৫ (বাসস) : তৃতীয়বারের মত ওয়ানডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড ক্রিকেট দল।

আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পেসার ম্যাট হেনরি এবং ব্যাটার মার্ক চাপম্যানের নৈপুন্যে নিউজিল্যান্ড ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ৭ রানে ও ৫ উইকেটে জিতেছিল ব্ল্যাক ক্যাপসরা। ফলে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতল নিউজিল্যান্ড। এর আগে ২০০০ (৫-০) ও ২০১৭ সালে (৩-০) ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল নিউজিল্যান্ড। 

হ্যামিল্টনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বোলারদের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৩৬.২ ওভারে ১৬১ রানে অলআউট হয় তারা। 

দলের কোন ব্যাটারই ৪০’র ঘরে পা রাখতে পারেননি। সর্বোচ্চ ৩৮ রান করেন রোস্টন চেজ। এছাড়া জন ক্যাম্পবেল ২৬ ও খারি পেইরি অপরাজিত ২২ রান করেন। 

হেনরি ৪টি, জ্যাকব ডাফি ও মিচেল স্যান্টনার ২টি করে উইকেট নেন। 

জবাবে ৩২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে নিউজিল্যান্ডও। তবে মিডল অর্ডারে চাপম্যানের হাফ-সেঞ্চুরির সাথে মাইকেল ব্রেসওয়েলের অপরাজিত ৪০ রানের সুবাদে ১১৭ বল বাকী থাকতে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। 

৮ চার ও ২ ছক্কায় ৬৩ বলে ৬৪ রান করেন চাপম্যান। ৬টি চারে ৩১ বলে অনবদ্য ৪০ রানের দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ব্রেসওয়েল। 

দুর্দান্ত বোলিং নৈপুন্যে ম্যাচ সেরা হন নিউজিল্যান্ডের হেনরি। তিন ম্যাচে ৭ উইকেট নিয়ে সিরিজ সেরা হন নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসন।

আগামী পহেলা ডিসেম্বর থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি 
লুকাশেঙ্কো-ট্রাম্প চুক্তির অংশ হিসেবে বেলারুশ ৩১ জন ইউক্রেনীয়কে ক্ষমা করেছে
যথাসময়ে নির্বাচন না হলে দেশে সংকট তৈরি হবে : জামায়াত আমির
তৃতীয়বারের মত ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড
বিএমইউতে পোস্টগ্রাজুয়েট রেসিডেন্সি প্রোগ্রাম উন্নয়নে গোলটেবিল বৈঠক
সুনামগঞ্জে জেলা কাব হলিডে 
প্রথম দিন দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ২৪৭ রান
বাংলাদেশে এসেছি কাবাডি উপভোগ করতে : এমা এটলে
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপ বাছাইপর্বে দুর্দান্ত শুরু বাংলাদেশের
১০