
লক্ষ্মীপুর, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদেরকে খুব সজাগ ও সতর্ক থাকতে হবে। নির্বাচিত সংসদ ও নির্বাচিত জনপ্রতিনিধি খুবই প্রয়োজন।
জেলার সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের ৭.৮.৯নং ওয়ার্ডের মহিলা দলের উঠান বৈঠকে চৌপল্লী কেডি হাইস্কুল মাঠে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আজ এ কথা বলেন।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশে শিগগিরই স্বাভাবিক, সুন্দর ও নিয়মতান্ত্রিক নির্বাচন হবে। এই নির্বাচন হবে নিরপেক্ষ এবং সবাই এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন। তিনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন।
বিএনপি’র এই নেতা আরো বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন সৎ ও সাদাসিদা মানুষ। তিনি সবার কাছে গ্রামের নেতা হয়ে উঠেছেন। এই কারণে জিয়াউর রহমানকে গ্রামের নেতা ও গণ-মানুষের নেতা ছিলেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রামে অনেকভাবে নির্যাতিত হয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নির্যাতনের শিকার হয়ে দেশের বাইরে আছেন। খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরো বলেন, এতো অত্যাচার-নির্যাতন, হামলা-মামলা ও গুম খুনের শিকার হয়েও বিএনপি কারো ক্ষতি করেনি। বিএনপি’র মধ্যে স্বৈরাচারী মনোভাব নেই। ফ্যাসিবাদি, সন্ত্রাসী ও কর্তৃত্ববাদি বিএনপি’র মধ্যে অতীতে কখনও ছিল না, এখনও নেই।
বিএনপিকে তিনি গণ-মানুষের দল হিসেবে অভিহিত করে বলেন, জিয়াউর রহমান ছিলেন গন—মানুষের ও গ্রামের নেতা। সে ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।
এ্যানি নেতাকর্মীদের উদ্দেশ্যে করে আরো বলেন, তারেক রহমান বিদেশে বসে সকল দলের রাজনীতিবিদ বা দেশের মানুষকে একত্রিত করেছেন। তিনি ঐক্যবদ্ধ আন্দোলনের নেতৃত্বে ছিলেন এবং আগামীতে দেশের নেতৃত্বে আসবেন। দেশের নেতৃত্ব দিবেন তারেক রহমান।
তিনি বলেন, আমাদের আন্দোলন-সংগ্রামের মুখে হাসিনা পালিয়ে গেলেও, তার ষড়যন্ত্র থেমে নেই। এখন অন্তর্বর্তীকালীন সরকার। এ সময়ে দেশে একটা স্বাভাবিক নির্বাচনের পরিবেশ থাকবে।
তিনি আরো বলেন, দেশে বর্তমানে নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে। কিন্তু এ নির্বাচনটাকে আদায় করে, নির্বাচিত সরকার ও নির্বাচিত প্রতিনিধি না আসা পর্যন্ত আমাদেরকে খুব সজাগ ও সতর্ক থাকতে হবে।
এ সময় নির্বাচিত সংসদ বা নির্বাচিত জনপ্রতিনিধি খুবই প্রয়োজন বলে তিনি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা বিএনপি নেতা এডভোকেট হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভূইয়া, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারা ও সাধারণ সম্পাদক সুমি বেগমসহ উত্তর জয়পুর ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।