বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা

বাসস
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৬:২২ আপডেট: : ২৩ নভেম্বর ২০২৫, ১৬:৪০

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : কানাডার আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক সিনিয়র সহকারী ডেপুটি মন্ত্রী ও প্রধান বাণিজ্য কমিশনার সারা উইলশো বাংলাদেশে তার প্রথম আনুষ্ঠানিক সফর শুরু করেছেন। 

সফরের মূল লক্ষ্য দুদেশের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং নতুন বাণিজ্য সম্ভাবনার ক্ষেত্র বাড়ানো।

ঢাকাস্থ কানাডা হাই কমিশনের তথ্য অনুযায়ী, কানাডিয়ান ব্যবসাকে আন্তর্জাতিক বাজারে প্রসার ও বিকাশে সহায়তাকারী একটি বৈশ্বিক দলের নেতৃত্ব দেওয়া উইলশো সফরের সময় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, প্রধান বেসরকারি বাণিজ্য সংস্থা এবং শীর্ষস্থানীয় বিভিন্ন কর্পোরেশনের সঙ্গে বৈঠক করবেন।

এই সফরে নতুন সহযোগিতার ক্ষেত্র হিসেবে গুরুত্ব দেওয়া হবে কৃষি, ক্লিন টেকনোলজি ও বিনিয়োগের ওপর। পাশাপাশি, বাংলাদেশে কানাডার দীর্ঘমেয়াদী উন্নয়ন সহায়তা আরও কার্যকরভাবে কাজে লাগানোর বিষয়েও আলোচনা হবে। জানা যায়, স্বাধীনতার পর থেকে দেশটি ৬.৩ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে।
হাই কমিশন আরও জানিয়েছে, ২০২৪ সালে দ্বিপাক্ষিক বাণিজ্য ৩২৭ কোটি মার্কিন ডলার (প্রায় ২৭,৫৩৭ কোটি টাকা) পৌঁছেছে। এটি দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশের এলডিসি উত্তরণ, সমৃদ্ধি ও গণতান্ত্রিক রূপান্তরের যাত্রায় নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে কানাডা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেগম খালেদা জিয়ার হার্ট ও চেস্টে ইনফেকশন হয়েছে : ডা: এফএম সিদ্দিকী
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে অপপ্রচার : ফরিদপুর জেলা পুলিশ
মানিকগঞ্জে বাউলদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি গণসংহতি আন্দোলনের
নারীর ক্ষমতায়নে অবদান রেখেছেন তারেক রহমান: নিপুণ রায়
রাজধানীতে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে ৭ দফা দাবি পেশ
সিলেটে বিজিবির অভিযানে ৪ কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ
হবিগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯ 
বার কাউন্সিলের রিভিউ ফলাফল বাতিল করে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত: ২৯ নভেম্বরের এমসিকিউ পরীক্ষা স্থগিত
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভুটান : মির্জা ফখরুল
কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের ১৩১ সদস্যের কমিটি : বাকেরগঞ্জের সভাপতি জাহাঙ্গীরকে অব্যাহতি
১০