খুলনায় আগামী সংসদ নির্বাচন উপলক্ষে আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ শুরু

বাসস
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৮:৪৩
ছবি : বাসস

খুলনা, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস): খুলনা রেঞ্জের উপজেলা ও থানা আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। 

আজ রোববার থেকে খুলনার ইলাইপুর আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ১০০ জন সদস্যের অংশ গ্রহণে ১৪ দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, প্রধান অতিথি খুলনা আনসার ব্যাটালিয়নের (৩ বিএন) পরিচালক মোল্লা আবু সাইদ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খুলনা জেলা কমান্ড্যান্ট মো. মিনহাজ আরেফিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাওয়া তরুণদের শক্তিকে কিভাবে সামাজিক শক্তি হিসাবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ভূমিকা রাখা যায়, সেজন্য আনসার ও ভিডিপি সদস্যদের নিরলসভাবে কাজ করতে হবে। আগামী সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে নিরাপত্তায় সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই প্রশিক্ষিত সদস্যরা অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় প্রদর্শন করবে। এসময় ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণে আনসার সদস্যদের করণীয়, বর্জনীয় বিষয়সমূহ স্পষ্টভাবে অবহিত করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রশিক্ষণ কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, মো. সাইদুর রহমান ও প্রশিক্ষকবৃন্দ।

এদিকে, খুলনা বিভাগের ৯টি জেলায় একই সাথে উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৬ষ্ঠ) ধাপ ২০২৫ শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেগম খালেদা জিয়ার হার্ট ও চেস্টে ইনফেকশন হয়েছে : ডা: এফএম সিদ্দিকী
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে অপপ্রচার : ফরিদপুর জেলা পুলিশ
মানিকগঞ্জে বাউলদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি গণসংহতি আন্দোলনের
নারীর ক্ষমতায়নে অবদান রেখেছেন তারেক রহমান: নিপুণ রায়
রাজধানীতে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে ৭ দফা দাবি পেশ
সিলেটে বিজিবির অভিযানে ৪ কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ
হবিগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯ 
বার কাউন্সিলের রিভিউ ফলাফল বাতিল করে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত: ২৯ নভেম্বরের এমসিকিউ পরীক্ষা স্থগিত
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভুটান : মির্জা ফখরুল
কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের ১৩১ সদস্যের কমিটি : বাকেরগঞ্জের সভাপতি জাহাঙ্গীরকে অব্যাহতি
১০