পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত

বাসস
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১১:২৭
ছবি: বাসস

পাবনা, ২৫ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার সুজানগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। 

গতকাল সোমবার (২৪ নভেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সুজানগর উপজেলার চব্বিশ মাইল দুর্গাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পাবনার মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, সুজানগর উপজেলার আমিনপুর থানার নান্দিয়ারা গ্রামের জব্দুল শেখ (৩৫) ও তার শিশুকন্যা জুবাইয়া খাতুন (৮)। আহত দুই জন জব্দুলের পুত্র মমিন শেখ (৫) ও ভাতিজা সিয়াম (৫) কে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পাবনার মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, ঘটনার সময় পাবনা থেকে পাট বোঝাই একটি ট্রাক কাশীনাথপুরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছার পর একইদিকে যাওয়া মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জব্দুল শেখ ও তার কন্যা জুবাইয়া মারা যান৷এ সময় মোটরসাইকেলে থাকা জব্দুলের পুত্র মমিন ও ভাতিজা সিয়াম কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার এবং  ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে। ট্রাক চালক পালিয়ে যায়।

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২, আহত ৬ 
বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬৫ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার
খুলনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন
বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী তার ঘনিষ্ঠজনের হাতে খুন হয়: জাতিসংঘ
শীতের হাওয়ায় পিঠার আমেজ, জমজমাট লালমনিরহাট
২৯ নভেম্বর মক ভোটিং করবে ইসি
বরিশালে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে সমাবেশ 
শতভাগ নিরপেক্ষভাবে কাজ করতে পর্যবেক্ষকদের প্রতি আহ্বান সিইসির
চিতলমারীতে ৩০৫০ জন প্রান্তিক কৃষককে বোরো বীজ বিতরণ 
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯
১০