
চুয়াডাঙ্গা, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : চুয়াডাঙ্গার দামুড়হুদায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে চারটি অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে।
আজ মঙ্গলবার খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিট্রেট মমতাজ বেগম দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার রাইসা ব্রিকস ইটভাটা, বর্ষা ব্রিকস ইটভাটা, চিৎলার হিরো ব্রিকস ইটভাটা ও দেশ ব্রিকস ইটভাটায় অভিযান চালানো হয়। এসব ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ কোনো বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় ইটের গাঁথুনির ফিক্সর্ড চিমনি ভেঙ্গে দেওয়া হয়।
তথ্য নিশ্চিত করে চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস বলেন, ভাটার মালিকগণ বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী ৪টি ইটভাটা ভেঙ্গে দেওয়া হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনী, র্যাব ১২, পুলিশ, আনসার ও চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল।