ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গবেষণায় উন্নত যন্ত্র হস্তান্তর করেছে টিকা

বাসস
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ২০:২৬

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান সংশ্লিষ্ট অনুষদসমূহ ও বিভাগে গবেষণার জন্য অ্যাটোমিক ফোর্স মাইক্রোস্কোপ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)।

আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস সংলগ্ন সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অ্যাটোমিক ফোর্স মাইক্রোস্কোপ যন্ত্রটি হস্তান্তর করা হয়।

ঢাবি’র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি’র উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

নিয়াজ আহমদ খান বলেন, সম্প্রতি ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে আমাদের গবেষণার দৃশ্যমান অবস্থান নিশ্চিত করেছে। টিকা প্রদত্ত এই উন্নত প্রযুক্তির অ্যাটোমিক ফোর্স মাইক্রোস্কোপ যন্ত্রটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গবেষণায় গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে কাজ করবে।

উপাচার্য আরো বলেন, এই সহায়তা শুধু আমাদের গবেষণা কার্যক্রমকে এগিয়ে নেবে না বরং প্রয়োজন পূরণের পর আমরা এটি অন্যান্য গবেষণা সুবিধার জন্যও উন্মুক্ত করার পরিকল্পনা রেখেছি।

তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয় নীতিগতভাবে গবেষণা সুবিধা ও দক্ষতা জনগণের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। টিকার দক্ষিণ এশিয়া আঞ্চলিক সমন্বয়কারী ও পুরো টিমকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, এই সহযোগিতা ভবিষ্যতে আরো নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।


 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জটিলতার কারণে যেতে না পারা কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো শুরু
সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে : শারমীন মুরশিদ
১১ মাসে দুদকের ২৬,০১২ কোটি টাকা ক্রোক ও ফ্রিজ, ৫,৩৮০ কোটি জরিমানা ও বাজেয়াপ্ত
আমরা শান্তি চাই, তবে ইউক্রেনের আত্মসমর্পণ নয় : মাখোঁ
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বিএনপির
রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৫০ লাখ ডলার সহায়তা দিল দক্ষিণ কোরিয়া
লেবাননে ইসরাইলি হামলার নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও সাংবাদিকতা মাস্টার্স পরীক্ষা শুরু ২ ডিসেম্বর
 পোস্টাল ব্যালটে ভোট দিতে ৩২ হাজার ৮১১ প্রবাসীর নিবন্ধন
খুলনা মেডিকেলে পরিত্যক্ত নবজাতকের চিকিৎসা ও সুরক্ষায় তারেক রহমানের উদ্যোগ
১০