
পিরোজপুর, ২৮ নভেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তকরণের লক্ষ্যে জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার পত্তাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে বৃহস্পতিবার বিকেলে পত্তাশী জনকল্যাণ কলেজ মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান। প্রধান বক্তা ছিলেন, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহবায়ক এলিজা জামান ও জিয়ানগর উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমেদ।
সভায় সভাপতিত্ব করেন পত্তাশী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কবির হোসেন খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. হেমায়েত উদ্দিন খান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমদ, জিয়ানগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, জেলা কৃষক দলের সভাপতি নাসির উদ্দিন আহমেদ বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু প্রমুখ।