ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এসআইসহ নিহত ২

বাসস
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১০:৪৪

চট্টগ্রাম উত্তর (ফটিকছড়ি), ২৮ নভেম্বর, ২০২৫ (বাসস): চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের উত্তর পাইন্দং আমতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মানিকছড়ি থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম (৪০) ও পথচারী মো. হাফিজ (৩০)। আহতরা হলেন—মানিকছড়ি থানার কনস্টেবল আব্দুল্লাহ্ আল নোমান (২৬) ও মোটরসাইকেল আরোহী মো. ইয়াছিন (২০)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সাইফুল ইসলাম মুন্সিগঞ্জের গজারিয়ার মো. লিয়াকতের ছেলে এবং মো. হাফিজ মানিকছড়ির ফকিরটিলা এলাকার মৃত মো. ইসমাইলের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আমতল এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে চার আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই এসআই সাইফুল ও পথচারী হাফিজের মৃত্যু হয়।

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন পুলিশ সদস্যসহ দুজন মারা গেছেন। পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির
ইউক্রেন ভূমি ছেড়ে না দিলে রাশিয়া লড়াই চালিয়ে যাবে: পুতিন 
বাংলাদেশে পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন: চীনা এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
ডিএসসিসি’র পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত  
হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৯৪
টঙ্গীর তুরাগের তীরে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু
কোস্টগার্ডের অভিযানে কয়লা ও লাইটার ভেসেলসহ আটক ১২
খুলনায় অসহায় মানুষকে মেহমানদারির অনন্য আয়োজন
ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এসআইসহ নিহত ২
১০