
ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ‘গ্রেড-১০ম কর্মকর্তাবৃন্দের চাকরিবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি’ বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী। তিনি তার বক্তব্যে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য করে বলেন, ‘শৃঙ্খলা হলো একটি প্রতিষ্ঠানের প্রাণ। আপনারা বিধিবিধান সম্পর্কে অবগত হয়ে যদি স্ব-স্ব দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করেন, তাহলে বিশ্ববিদ্যালয় আরও দ্রুত আন্তর্জাতিক মানে উন্নীত হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের জ্ঞান ও আচরণের ক্ষেত্রেও গুণগত পরিবর্তন আনবে, যা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মানোন্নয়নে সহায়ক হবে।’
প্রশিক্ষণ কর্মসূচিতে মূল আলোচ্য বিষয় হিসেবে বাংলাদেশের সরকারি চাকরিবিধি, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের স্বশাসিত বিধিমালা এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রণীত শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ছুটি বিধিমালা মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. হাসানুজ্জামান। তিনি তার বক্তব্যে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, একটি গতিশীল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কর্মকর্তাদের পেশাদারিত্ব বৃদ্ধি অপরিহার্য, আর এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো নিয়ম-কানুন সম্পর্কে সঠিক ধারণা প্রদান করা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. নূর কুতুবুল আলম। প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের দুজন অভিজ্ঞ শিক্ষক-ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. নূরুন্নবী মোল্লা এবং পরিচালক (আইকিউএসি) ও গণিত বিভাগের প্রফেসর ড. মো. হাসানুজ্জামান।
প্রশিক্ষণ কর্মসূচিতে দুটি কারিগরি অধিবেশন অত্যন্ত গুরুত্ব সহকারে পরিচালনা করেন রিসোর্স পার্সনগণ। কারিগরি অধিবেশন ১: চাকরি বিধি, আচরণ ও শৃঙ্খলা বিধি, দায়িত্ব ও কর্তব্য-এর উপর সেশন পরিচালনা করেন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. নূরুন্নবী মোল্লা এবং কারিগরি অধিবেশন ২: সময়ানুবর্তিতা, ছুটির বিধান ও প্রাপ্য সুবিধা উপর সেশন পরিচালনা করেন পরিচালক (আইকিউএসি) ও গণিত বিভাগের প্রফেসর ড. মো. হাসানুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের ১০ম গ্রেডের সকল কর্মকর্তাবৃন্দ এই দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।