নানা আয়োজনে ফেনী ইউনিভার্সিটির যুগপূর্তি উদযাপন

বাসস
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:৫০
ফেনী ইউনিভার্সিটির যুগপূর্তি উদযাপন । ছবি : বাসস

ফেনী, ৩০ নভেম্বর, ২০২৫ (বাসস) : নানা আয়োজনে ফেনী ইউনিভার্সিটির যুগপূর্তি উদযাপন করা হয়। 

ক্যাম্পাস প্রাঙ্গণে গতকাল শনিবার এ উপলক্ষে শহরের মিজান রোডের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিজান রোডে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা হক। বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাছির উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবদুর রইছ কাইজার, ট্রেজারার মোহাম্মদ এনায়েত উল্লাহ, মেহেরাজুল করিম মানিক, ভারপ্রাপ্ত ট্রেজারার মো. সোহরাব হোসেন।

স্বাগত বক্তব্য দেন সিভিল বিভাগের চেয়ারম্যান মো: আলী আকবর। ইংরেজি বিভাগের প্রভাষক শাহরিন সুলতানা নিশি ও রেজোয়ান হোসেনের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য দেন আইন বিভাগের শিক্ষার্থী নুর হোসেন ও সানজিদা জান্নাত সাইমা, ইংরেজি বিভাগের রুথান মাহমুদ, সিএসইর শিক্ষার্থী অরিন চন্দ্র পাল।

এছাড়া রেজিস্ট্রার ড. মোহাম্মদ জহিরুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হারুন আল রশীদ, ডেপুটি রেজিস্ট্রার শাহআলম বকুলসহ কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ফেনী ইউনিভার্সিটি প্রতিষ্ঠার সময় আমরা একটি লক্ষ্যই সামনে রেখেছিলাম ফেনী ও পার্শ্ববর্তী অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করা। ১৩ বছরে এসে আমরা দেখতে পাচ্ছি সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। আমাদের সামনে আরও অনেক পথ, আরও অনেক সম্ভাবনা। 

প্রসঙ্গত, ‘সেন্টার ফর লার্নিং এন্ড ডেভেলপমেন্ট’ শ্লোগান নিয়ে ২০১৩ সালের ১৫ মে ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম শুরু হয়। ২০১২ সালের নভেম্বরে বাংলাদেশ সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন লাভ করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা 
প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু কাল
বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলবেন ইংল্যান্ডের মঈন আলী
পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় সারাদেশে ১ হাজার ৫০৬ জন গ্রেফতার 
রাজনৈতিক প্রতিযোগিতার পরিবর্তে সন্ত্রাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে : মীর হেলাল
ফেনীর অসুস্থ সুমন দাসের চিকিৎসায় তারেক রহমানের আর্থিক সহায়তা 
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 
পোল্যান্ড সীমান্ত শক্তিশালী করতে সৈন্য পাঠাবে জার্মানি
যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘মানি লন্ডারিং বেঞ্চ বুক’ উদ্বোধন
১০