সাতকানিয়ায় নোংরা পরিবেশে শিশুখাদ্য তৈরি, জরিমানা ২ লাখ টাকা

বাসস
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩:৪৮
ছবি : বাসস

চট্টগ্রাম, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সাতকানিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শিশুদের খাবার তৈরির দায়ে একটি কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের দস্তিদার হাট এলাকায় ‘রফিক চনাচুর’ নামের ওই কারখানায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কারখানাটিতে চনাচুর, চিপস ও মুড়ির মোয়াসহ বিভিন্ন শিশুখাদ্য তৈরি করা হচ্ছিল। কিন্তু কারখানার পরিবেশ ছিল অত্যন্ত নোংরা। অপরিষ্কার ও নিম্নমানের কাঁচামাল ব্যবহার করে মান নিয়ন্ত্রণ ছাড়াই এসব পণ্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল।

এসব অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সহায়তা করেন।

ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য প্রস্তুতের মত গুরুতর অনিয়ম কিছুতেই মেনে নেওয়া হবে না। অভিযানে নোংরা পরিবেশ ও মান নিয়ন্ত্রণের ঘাটতির প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রিপ্রেজেনটেশন অব দ্যা পিপলস অর্ডার অর্ডিন্যান্স, ২০২৫ জারি
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭
সেনাবাহিনীর সঙ্গে জিয়া পরিবারের সম্পর্ক আত্নিক : তারেক রহমান
মোহাম্মদ জহুরুল ইসলামের মৃত্যুতে বিআইআইটির শোক
জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি
বিএপিএলসির নতুন সভাপতি রিয়াদ মাহমুদ, সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ
আমরা দুর্নীতি করব না, করতেও দেব না : ডা. শফিকুর রহমান
ইউনেস্কো অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল বাংলাদেশের ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’
বিপিএলে সিলেটের হয়ে বড় সাফল্যের জন্য উদগ্রীব আমির
অপরিহার্য অধিকার নিশ্চিতে বিশ্বনেতাদের এক টেবিলে বসার আহ্বান 
১০