অপরিহার্য অধিকার নিশ্চিতে বিশ্বনেতাদের এক টেবিলে বসার আহ্বান 

বাসস
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ২৩:১২

ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : দৈনন্দিন অপরিহার্য অধিকারগুলো নিশ্চিত করার জন্য বিশ্বনেতাদের এক টেবিলে বসার আহ্বান জানিয়েছে ন্যাশনাল-ল’ইয়ার্স অ্যালায়েন্স। 

সংগঠনের নেতারা বলেন, বিশ্বের বিশাল দরিদ্র জনগোষ্ঠীকে অধিকার বঞ্চিত রেখে আধুনিক বিশ্ব বিনির্মাণের স্বপ্ন দেখা পুঁজিবাদী সমাজব্যবস্থা সৃষ্ট কল্পনা মাত্র। 

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এসব কথা বলা হয়। 

এতে আরও বলা হয়, পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ চরম খাদ্য সংকটে ভুগছে। পাশাপাশি বিশ্বজুড়ে নতুন করে যুক্ত হয়েছে সুপেয় পানির সংকট। 

এসব সংকট নিরসনে জাতিসংঘের আরও কার্যকর এবং বলিষ্ঠ ভূমিকা রাখার প্রয়োজন আছে বলে মনে করে ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ)। তাদের অভিযোগ, উন্নত এবং সমৃদ্ধ রাষ্ট্রগুলো বিশ্বের গরীব এবং নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় প্রতিনিয়ত ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

বিবৃতিতে বলা হয়, ‘আমাদের দৈনন্দিন অপরিহার্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীর বিশ্ব হোক শোষণ ও নিপীড়ন মুক্ত।

অ্যালায়েন্স মনে করে মানবাধিকারকে প্রায়ই অবহেলিত বা বিমূর্ত হিসেবে দেখা হয়, কিন্তু এটি মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত। মানবাধিকারকে একটি ইতিবাচক অপরিহার্য অর্জনযোগ্য বিষয় হিসেবে তুলে ধরাই এই প্রতিপাদ্যের লক্ষ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রিপ্রেজেনটেশন অব দ্যা পিপলস অর্ডার অর্ডিন্যান্স, ২০২৫ জারি
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭
সেনাবাহিনীর সঙ্গে জিয়া পরিবারের সম্পর্ক আত্নিক : তারেক রহমান
মোহাম্মদ জহুরুল ইসলামের মৃত্যুতে বিআইআইটির শোক
জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি
বিএপিএলসির নতুন সভাপতি রিয়াদ মাহমুদ, সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ
আমরা দুর্নীতি করব না, করতেও দেব না : ডা. শফিকুর রহমান
ইউনেস্কো অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল বাংলাদেশের ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’
বিপিএলে সিলেটের হয়ে বড় সাফল্যের জন্য উদগ্রীব আমির
অপরিহার্য অধিকার নিশ্চিতে বিশ্বনেতাদের এক টেবিলে বসার আহ্বান 
১০