বুয়েট শিক্ষক সমিতির সভাপতি আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক মহিদুস সামাদ 

বাসস
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৯:৫০ আপডেট: : ১০ ডিসেম্বর ২০২৫, ২০:০০
সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মুহম্মদ আনিসুজ্জামান তালুকদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মহিদুস সামাদ খান। ছবি: বাসস

ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এ কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ আনিসুজ্জামান তালুকদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মহিদুস সামাদ খান।  আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, মঙ্গলবার নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মাসুদ করিম। বুয়েট শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটি ২০২৬ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করবেন।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. খন্দকার ফরিদ উদ্দিন আহমেদ। কোষাধ্যক্ষ পদে কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল হোসেন এবং যুগ্ম-সম্পাদক পদে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এ. বি. এম. তৌফিক হাসান নির্বাচিত হয়েছেন।

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. লাবনী আফরোজ এবং আপ্যায়ন সম্পাদক পানি সম্পদ কৌশল বিভাগের লেকচারার মো. মাহিন মোবাররাত নির্বাচিত হয়েছেন।

এছাড়া তিনটি সদস্য পদে নির্বাচিত হয়েছেন মানবিক বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাজমুল ইসলাম, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফয়সল এবং গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুল আলম সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি-জামায়াতের 
সংসদ নির্বাচনের একই দিনে পৃথক ব্যালটে গণভোট : ইসির প্রজ্ঞাপন
খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ 
স্থাপত্য মানুষের জীবন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎকে গড়ে তোলার সৃজনশীল কর্মযজ্ঞ : শিক্ষা উপদেষ্টা 
৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
পার্বত্য অঞ্চলের উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য : পার্বত্য উপদেষ্টা
স্কুলে হিজাব নিষিদ্ধের অনুমোদন দিল অস্ট্রিয়া পার্লামেন্ট
নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির জেলা ও উপজেলা কর্মকর্তাদের ব্যাপক রদবদল
গত দেড় বছরে হিন্দু ধর্মাবলম্বী অনেকে সরকারি চাকরি পেয়েছেন : বাংলাফ্যাক্ট
গভীর নলকূপের গর্ত থেকে অচেতন অবস্থায় উদ্ধার সাজিদকে হাসপাতালে মৃত ঘোষণা
১০