জাতীয় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের আনন্দ মিছিল

বাসস
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ২২:৪৮
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ঢাবি ক্যাম্পাসে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখা। ছবি: বাসস

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জনগণের দীর্ঘদিনের প্রতীক্ষিত অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

আজ সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এই আনন্দ মিছিল বের করে ছাত্রদল।

ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে মিছিলটি টিএসসি এলাকা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের জনগণ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দীর্ঘকাল অপেক্ষা করেছে। আজকের তফসিল ঘোষণার মধ্য দিয়ে গণতন্ত্রকামী মানুষের সেই প্রত্যাশা পূরণের পথ সুগম হলো। ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এই গণতান্ত্রিক অগ্রযাত্রায় সবসময় পাশে থাকবে।

মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন হল ও অনুষদের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা 
প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু কাল
বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলবেন ইংল্যান্ডের মঈন আলী
পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় সারাদেশে ১ হাজার ৫০৬ জন গ্রেফতার 
রাজনৈতিক প্রতিযোগিতার পরিবর্তে সন্ত্রাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে : মীর হেলাল
ফেনীর অসুস্থ সুমন দাসের চিকিৎসায় তারেক রহমানের আর্থিক সহায়তা 
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 
পোল্যান্ড সীমান্ত শক্তিশালী করতে সৈন্য পাঠাবে জার্মানি
যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘মানি লন্ডারিং বেঞ্চ বুক’ উদ্বোধন
১০