বাসস
  ০১ জানুয়ারি ২০২৩, ২০:৪৮

এবারের ঢাকা লিট ফেস্টে নোবেল বিজয়ী লেখকরা অংশ নেবেন

ঢাকা, ১ জানুয়ারি, ২০২৩ (বাসস) : আগামী ৫ জানুয়ারি ১০ম ঢাকা লিট ফেস্ট শুরু হচ্ছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য চার দিনব্যাপি এই লিট ফেস্ট চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। 
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা লিট ফেস্ট- এর তিন পরিচালক সাদাফ সায, আহসান আকবার এবং কে আনিস আহমেদ, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল প্রমুখ।
এবারের দশম আয়োজনে থাকছেন নোবেল প্রাইজ বিজয়ী লেখক, আন্তর্জাতিকভাবে প্রশংসিত পুরস্কার বিজয়ীরা 
চারদিনের এই উৎসবে, ১৭৫টির বেশী সেশনে অংশ নিচ্ছেন ৫টি মহাদেশের ৫০০ এর বেশি বক্তা, শিল্পী ও চিন্তাবিদ। চারদিনের এই আয়োজনে থাকবে কথোপকথনের একটি বৈচিত্রময় মিশ্রণ, বিজ্ঞান ও প্রযুক্তির সেশন, শিশু, তরুণদের জন্য আকর্ষণীয় আয়োজন, চলচ্চিত্র প্রদর্শনী, নাট্য, সঙ্গীত এবং সাংস্কৃতিক পরিবেশনা।
ঢাকা লিট ফেস্টের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ঢাকা ট্রিবিউন এন্ড ট্রিবিউন। সেই সঙ্গে প্লাটিনাম স্পন্সর হিসেবে আছে দ্য সিটি ব্যাংক লিমিটেড এবং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আছে ব্রিটিশ কাউন্সিল।