গভর্নিং বডির অনেক সদস্য কলেজের কাছে বিক্রি হয়ে যাচ্ছেন : উপাচার্য 

বাসস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ২১:২২

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, গভর্নিং বডির অনেক সদস্য কলেজের কাছে বিক্রি হয়ে যাচ্ছেন।

আজ সোমবার সকালে রাজধানীর মিরপুর কমার্স কলেজের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপাচার্য বলেন, কলেজে শিক্ষকদের দলাদলি এবং রাজনীতি বন্ধ না করা গেলে কোনোভাবেই মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে না। 

তিনি বলেন, ‘রাজনীতি যদি করতেই হয়, তাহলে কলেজের শিক্ষকতা পেশা ছেড়ে কলেজের বাহিরে গিয়ে রাজনীতি করেন।’

তিনি শিক্ষকদের আদর্শ শিক্ষক হিসেবে পরিচয় দেয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। 

পরে জুলাই বিপ্লবের শহীদ আকরাম খান রাব্বি স্মৃতি পাঠাগারের ফলক উন্মোচন করেন উপাচার্য।

এদিন দুপুরে রাজধানীর হযরত শাহ আলী মহিলা কলেজের উদ্যোগে আয়োজিত অপর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের বিভিন্ন কলেজে বিদ্যমান বর্তমান গভর্নিং বডি এবং শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেন।

মান্ধাতার আমলের সিলেবাস পরিবর্তন এবং কারিকুলাম সংস্কার ছাড়াও নকলমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন অধ্যাপক আমানুল্লাহ। 

নকলের অভিযোগ পাওয়া গেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কলেজের অধিভুক্তি বাতিল করা হবে বলেও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

বক্তব্য শেষে জুলাই বিপ্লবে নিহত হযরত শাহ আলী মহিলা কলেজের শিক্ষার্থী শহীদ মেহেরুন্নেছার পরিবারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৩ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন এবং শহীদ মেহেরুন্নেসার নামে কলেজে একটি পাঠাগার উদ্বোধন করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যবিরোধী আন্দোলনকালে এলেম হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
কিশোরগঞ্জে তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির
মার্কিন সামরিক ঘাঁটিতে গুলিবর্ষণে ৫ সৈনিক আহত
সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিলেন প্রধান উপদেষ্টা
লক্ষ্মীপুরে ২৯২টি প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরি কর্নার উদ্বোধন
চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান  ও বৃক্ষমেলার উদ্বোধন
কুয়াকাটা সৈকতে ভেসে এলো জেলের লাশ
সুনামগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
ঘানায় হেলিকপ্টার দুর্ঘটনায় ২ মন্ত্রী নিহত
লক্ষ্মীপুরে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরন, অগ্নিদগ্ধ ৬ জেলে
১০