বাসস
  ০৪ জানুয়ারি ২০২৩, ১৮:২৪

মাগুরায় ছাত্রলীগের শিক্ষা উপকরণ, খাবার ও কম্বল বিতরণ 

মাগুরা, ৪ জানুয়ারি ২০২৩ (বাসস) : জেলায় আজ ছাত্রলীগের ৭৫-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ, দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে এসব সামগ্রি বিতরণ করা হয়। 
জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খানের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান কিশোর ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম।