বাসস
  ০৫ জানুয়ারি ২০২৩, ২৩:৩০

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাক চাপায় মা-মেয়ে নিহত

টাঙ্গাইল, ৫ জানুয়ারি, ২০২২ (বাসস): জেলার ভূঞাপুরে অটোভ্যানের সঙ্গে তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু পূর্ব সড়কের উপজেলার বাগবাড়ি সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বিলচাপড়া গ্রামের কাপড় ব্যবসায়ী শহিদুলের স্ত্রী পারুল বেগম (৩৫) ও তার মেয়ে ছোঁয়া মনি (৩)।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, নিহত পারুল বেগম তার মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি বিলচাপড়া যাওয়ার পথে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের বাগবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সঙ্গে তাদের বহনকারী অটোভ্যানগাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।