বাসস
  ২৫ জানুয়ারি ২০২৩, ১৯:২১
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ০৯:২৯

আজ থেকে শুরু হচ্ছে ‘ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩’

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৩ (বাসস):  আজ আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩’ শুরু হতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ‘ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩’ উপলক্ষে বাণী দিয়েছেন। তিনি এ উপলক্ষে  গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী মেলাটি বাংলাদেশের আইটি ও আইটিইএস পণ্য ও সেবা প্রদর্শনের লক্ষ্যে সবচেয়ে বড় প্রদর্শনী হবে।
সূত্র জানিয়েছে, এটি জাতীয় ও  আন্তর্জাতিক পর্যায়ে আরও সহযোগিতামূলক সম্পর্ক তৈরির বিষয়টি আলোকপাত করবে এবং বাণিজ্য প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে বাংলাদেশি আইসিটি শিল্পের অপার সম্ভাবনার কথা তুলে ধরবে।