বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৭

গাজীপুরের শ্রীপুরে টিউলিপ বাগান পরিদর্শনে মালদ্বীপের হাইকমিশনার

গাজীপুর, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস): জেলার শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামের কৃষি উদ্যোক্তা দেলোয়ার-শেলী দম্পতির টিউলিপ বাগান পরিদর্শনে গিয়েছেন বাংলাদেশে মালদ্বীপের হাইকমিশনার সিরুজিম্যাথ সামির। আজ বুধবার সকালে তিনি টিউলিপ ফুলের বাগান পরিদর্শন করেন।
টিউলিপ বাগানের প্রশংসা করে হাইকমিশনার সিরুজিম্যাথ সামির জানান, বাংলাদেশে টিউলিপ ফুটতে দেখে তিনি বেশ খুশি হয়েছেন। টিউলিপ বাগানটি তার কাছে খুব সুন্দর লেগেছে। তিনি বাংলাদেশে টিউলিপ বাগানের ভবিষ্যৎ সফলতা কামনা করেন। টিউলিপ ফুল বাংলাদেশের সৌন্দর্য আরও বৃদ্ধি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।  
টিউলিপ বাগানের উদ্যোক্তা দেলোয়ার হোসেন বলেন, ‘হাইকমিশনার তাদের সঙ্গে টিউলিপ বাগান ঘুরে দেখেছেন। এ সময় তিনি ফুলের সঙ্গে বেশ কিছু ছবি তোলেন। পরে তার সঙ্গে থাকা সহকর্মীদের নিয়ে টিউলিপ বাগান পরিদর্শন করেন।’
এ সময় আরও উপস্থিত ছিলেন, হাই কমিশনের থার্ড সেক্রেটারি ফাথিম্যাথ মোহামেদ দিদিসহ কমিশনের প্রশাসনিক প্রটোকল কর্মকর্তা আরিফুল ইসলাম, উদ্যোক্তা দেলোয়ার হোসেন ও তার সহধর্মিণী শেলী।
কৃষি উদ্যোক্তা এ নিয়ে চার বছর যাবৎ নেদারল্যান্ডসের টিউলিপ বাগান করে সফলতা পেয়েছেন। এ বছর প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে টিউলিপ ফুল বিক্রি শুরু করেছেন। শ্রীপুর ছাড়াও তিনি দিনাজপুর, রাজশাহী ও চট্টগ্রামে টিউলিপ ফুলের বাল্ব বিক্রি করেছেন।