শিরোনাম
হবিগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস): হবিগঞ্জের বাহুবলের বাগানবাড়ি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জমুখী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঘটনাস্থলেই ৪ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ, বাহুবল থানা পুলিশ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা জানান।
পুলিশ জানায়, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার ফলে ঢাকা-সিলেট মহাসড়কে ১ ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের কারও পরিচয় জানা যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মঈনুল ইসলাম জানান, নিহত ৪ জনের লাশ বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। লাশগুলো থানায় নিয়ে আসা হচ্ছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। চালকের সন্ধান পাওয়া যায়নি।