কুমিল্লায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বাসস
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৫:৪৬

কুমিল্লা, (দক্ষিণ) ১০ জানুয়ারি,২০২৫ (বাসস): কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার ভৈষকোপালিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে আজ শুক্রবার দুপুরে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার পুলিশ জানায়, তিন যুবক মোটরসাইকেলে করে লাকসাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। ভৈষকোপালিয়া মোড়ে পৌঁছালে নোয়াখালীগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লেপ-তোশক ব্যবসায়ী তাবারক উল্লাহ মালু (৪২) ও মাসুদ (২৮)মারা যান। গুরুতর আহত মাসুকুর রহমান বাবুকে (২৮) কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলো, তাবারক উল্লাহ মালু (৪২) লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনতি গ্রামের শফিকুর রহমানের ছেলে ও মাসুদ (২৮) পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তরকুল গ্রামের আবু তাহেরের ছেলে।

ওসি জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল শেরপুর জেলায় দুদকের ১৮৪তম গণশুনানি
ফেনীতে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার
ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের যোগদান
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল
আওয়ামী লীগের আরও ৬ নেতা-কর্মী গ্রেফতার
শেরপুর সীমান্তে ভারতীয় মশলা জব্দ
নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বৃদ্ধি
রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু :  হাসপাতালে ভর্তি ৫৮০ জন 
ডিএসসিসিতে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ : দুদকের অভিযান
১০