কুমিল্লায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বাসস
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৫:৪৬

কুমিল্লা, (দক্ষিণ) ১০ জানুয়ারি,২০২৫ (বাসস): কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার ভৈষকোপালিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে আজ শুক্রবার দুপুরে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার পুলিশ জানায়, তিন যুবক মোটরসাইকেলে করে লাকসাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। ভৈষকোপালিয়া মোড়ে পৌঁছালে নোয়াখালীগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লেপ-তোশক ব্যবসায়ী তাবারক উল্লাহ মালু (৪২) ও মাসুদ (২৮)মারা যান। গুরুতর আহত মাসুকুর রহমান বাবুকে (২৮) কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলো, তাবারক উল্লাহ মালু (৪২) লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনতি গ্রামের শফিকুর রহমানের ছেলে ও মাসুদ (২৮) পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তরকুল গ্রামের আবু তাহেরের ছেলে।

ওসি জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
বনানীর সিসা বারে ছুরিকাঘাতে যুবক হত্যা : দুই আসামির রিমান্ড
টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হবে ১২ অক্টোবর
সিলেটে লুট করা আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ
ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ভেলোসিটি ১৫কে রান এডিশন ১'
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল শুরু
উৎসবমুখর পরিবেশে সিলেটে জন্মাষ্টমী উৎসব পালিত
রাঙ্গামাটিতে জেএফএ অনূর্ধ্ব-১৪ উইমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু
ফ্যাসিবাদী কাঠামো এখনো ভাঙেনি: শিবির সভাপতি
ট্রাম্প-পুতিন বৈঠকে ভালো কিছুই দেখছে না ইউক্রেনীয়রা
১০