কুমিল্লায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বাসস
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৫:৪৬

কুমিল্লা, (দক্ষিণ) ১০ জানুয়ারি,২০২৫ (বাসস): কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার ভৈষকোপালিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে আজ শুক্রবার দুপুরে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার পুলিশ জানায়, তিন যুবক মোটরসাইকেলে করে লাকসাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। ভৈষকোপালিয়া মোড়ে পৌঁছালে নোয়াখালীগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লেপ-তোশক ব্যবসায়ী তাবারক উল্লাহ মালু (৪২) ও মাসুদ (২৮)মারা যান। গুরুতর আহত মাসুকুর রহমান বাবুকে (২৮) কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলো, তাবারক উল্লাহ মালু (৪২) লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনতি গ্রামের শফিকুর রহমানের ছেলে ও মাসুদ (২৮) পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তরকুল গ্রামের আবু তাহেরের ছেলে।

ওসি জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপনে চুক্তি
বসনিয়ার নার্সিংহোমে আগুনে নিহত ১১, আহত ৩০
১০