শিরোনাম
ঢাকা, ১৩ মার্চ , ২০২৩ (বাসস) : রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনি পাড়া বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ সোমবার রাত সাড়ে ১০টায় "দি লাইফ সেভিং ফোর্স বাহিনী"র সদর দপ্তরের ডিউটি অফিসার মো. এরশাদ হোসাইন জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ১২টি ইউনিট কাজ করেছে।
তিনি জানান, রাত ৮টার দিকে তেজগাঁও থানার তেজকুনি পাড়া বস্তিতে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পরে ১২টি ইউনিটের চেষ্টায় রাত ১০টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোন ঘটনা ঘটেনি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।