শিরোনাম
লালমনিরহাট, ১২ জানুয়ারি ২০২৫ (বাসস) : জেলা সদরে আজ রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ মার্কেট উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
আজ রোববার থেকে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় সহকারী স্টেট অফিসার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে দিনব্যাপী অভিযানকালে মোগলহাট গেট সংলগ্ন এলাকায় রেলের প্রায় এক একর জমিতে গড়ে ওঠা অবৈধ মার্কেটটি ভেঙে ফেলা হয়।
এছাড়াও, অভিযানকালে মোগলহাট গেটে রেললাইনের পাশে থাকা বেশ কয়েকটি অবৈধ দোকান ভেঙে দেওয়া হয়।
এ বিষয়ে লালমনিরহাটে রেলওয়ের বিভাগীয় সহকারী স্টেট অফিসার আব্দুর রাজ্জাক বলেন, রেলের জমিতে থাকা সবধরনের অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। এজন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হবে, কেউ প্রভাব খাটিয়ে রেলওয়ের জমি দখল করতে পারবে না।