পাঁচ মামলায়-নদভী গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৭:৩৭

সাবেক এমপি নদভীকে গ্রেপ্তারের আদেশ

চট্টগ্রাম, ১২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। 

তার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ডিভিশন ও চিকিৎসা বিষয়ে কারাবিধি অনুযায়ী জেল সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন আদালত। 

রবিবার (১২ জানুয়ারি) চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানম পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এই আদেশ দেন। 

আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রামের লোহাগাড়া থানার তিনটি মামলার মধ্যে দুটি বিস্ফোরক আইন ও একটি হত্যা মামলা। এছাড়া সাতকানিয়া থানার দুটি মামলা বিস্ফোরক আইনে দায়ের করা হয়েছে। 

পুলিশ এই পাঁচ মামলায় সাবেক সংসদ সদস্য নদভীকে গ্রেপ্তার দেখিয়ে দুটি মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে মামলাগুলোয় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ‘লোহাগাড়া থানার তিন মামলায় ও সাতকানিয়া থানার দুই মামলায় আজ পুলিশ সাবেক এমপি নদভীকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে এ সব মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।’ 

তিনি আরো বলেন, ‘সকাল ৯টার দিকে তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। আবার কড়া নিরাপত্তার মধ্যে তাকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।’

এর আগে, গত ১৫ ডিসেম্বর রাতে সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক এই এমপিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে সরকার পতনের পর চট্টগ্রামেও একাধিক মামলা হয়েছে। 

পরে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। 

ওই মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকার একটি আদালত। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাস্তবভিত্তিক দক্ষতা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ই অগ্রযাত্রার মূল হাতিয়ার : সিনিয়র সচিব
তদন্ত কর্মকর্তার জবানবন্দি: চব্বিশের অভ্যুত্থানে ৪১টি জেলায় হত্যাকান্ড সংঘটিত হয়েছে
বেসরকারি ব্যবস্থাপনায় ৩টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হাব
ধর্ম-বর্ণ নির্বিশেষে অপশক্তিকে প্রতিহত করা হবে : রিজভী
জামায়াত আমিরের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নারায়ণগঞ্জে আনন্দঘন পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত
সাবেক এমপি বুবলির জামিন নামঞ্জুর
হাতিরঝিলে প্রাইভেট কারের ধাক্কায় রিকশা চালকের মৃত্যু
অন্তর্বর্তীকালীন সরকারের সুদৃষ্টির আশায় পুনর্ভবা তীরের ৪০০ পরিবার
জামালপুরে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা
১০