শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ১৮ মার্চ,২০২৩ (বাসস) : গোপালগঞ্জে আজ কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
সকাল ৯ টায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের গোপালগঞ্জ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সাভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি গাজী মুস্তাফিজুর রহমান দিপু।
আলোচনা সভায় সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. মাহাবুবুর রহমান, উপদেষ্টা ডা. সিদ্বেশ্বর মজুমদা প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মনোজ কুমার সাহা, শ্রীমতি বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মিরাজ আলীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এরপর বঙ্গবন্ধু, ৭৫এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনায় প্রর্থনা করা হয়।
পরে সংগঠনের জেলা শাখার সভাপতি গাজী মুস্তাফিজুর রহমান দিপু শিশু ও অন্যান্যদের সাথে নিয়ে জাতির পিতার ১০৩ তম জন্মবার্ষিকীর কেক কাটেন।