ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ২ জন  নিহত 

বাসস
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১৩:০৯

ময়মনসিংহ, ৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার হালুয়াঘাট উপজেলায় বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেল সংঘর্ষে আজ দুইজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে একজন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর পাচঁটার দিকে হালুয়াঘাট উপজেলা ফায়ার সার্ভিস ও ডিফেন্স কার্যালয়ের সামনে বালুবাহী দাঁড়ানো ট্রাকের পেছনে দ্রুতগতির মোটরসাইকেলটি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। 

পরে খবর পেয়ে হালুয়াঘাট ফায়ার সার্ভিসের টিম লিডার কামরুজ্জামানের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করে ও গুরুতর আহত একজনকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। 

নিহতরা হলো, জেলা শহরের দাপুনিয়া এলাকার বাসিন্দা আল আকসা (২৮) ও গোহাইলকান্দি এলাকার শাকিল (২৬)। এছাড়া গুরুতর আহত ফাহাদ মোহাম্মদ ফারাবি জেলা সদরের আকুয়া সানকিপাড়া সেনবাড়ী রোডের আবুল হাশেমের পুত্র। 

হালুয়াঘাট থানার ওসি মো. আবুল খায়ের জানান, আহত ও নিহতদের পরিচয় পাওয়া গেছে। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ফায়ার ফাইটার হারুন অর রশিদ জানান, খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ ও একজনকে আহত অবস্থায় উদ্ধার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৮৬৬
নড়াইলে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত
ফেডের জন্য স্বাধীন পর্যালোচনা দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী
নতুন নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন থাইল্যান্ডের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী
দুর্নীতির তদন্তের আওতায় চীনের সিকিউরিটিজের সাবেক প্রধান
গাজার ত্রাণ নৌযাত্রায় যোগ দেবেন ম্যান্ডেলার নাতি
বান্দরবানে মধু পূর্ণিমা উদযাপন
ফ্যাসিবাদের কোন ষড়যন্ত্রই সফল হবে না: আদিলুর রহমান খান
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
নারী ফুটবল সম্প্রসারণে অগ্রণী ভূমিকা রাখছেন কামরুন্নাহার মুন্নি
১০