ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ২ জন  নিহত 

বাসস
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১৩:০৯

ময়মনসিংহ, ৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার হালুয়াঘাট উপজেলায় বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেল সংঘর্ষে আজ দুইজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে একজন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর পাচঁটার দিকে হালুয়াঘাট উপজেলা ফায়ার সার্ভিস ও ডিফেন্স কার্যালয়ের সামনে বালুবাহী দাঁড়ানো ট্রাকের পেছনে দ্রুতগতির মোটরসাইকেলটি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। 

পরে খবর পেয়ে হালুয়াঘাট ফায়ার সার্ভিসের টিম লিডার কামরুজ্জামানের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করে ও গুরুতর আহত একজনকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। 

নিহতরা হলো, জেলা শহরের দাপুনিয়া এলাকার বাসিন্দা আল আকসা (২৮) ও গোহাইলকান্দি এলাকার শাকিল (২৬)। এছাড়া গুরুতর আহত ফাহাদ মোহাম্মদ ফারাবি জেলা সদরের আকুয়া সানকিপাড়া সেনবাড়ী রোডের আবুল হাশেমের পুত্র। 

হালুয়াঘাট থানার ওসি মো. আবুল খায়ের জানান, আহত ও নিহতদের পরিচয় পাওয়া গেছে। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ফায়ার ফাইটার হারুন অর রশিদ জানান, খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ ও একজনকে আহত অবস্থায় উদ্ধার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতের ভিডিওকে খাগড়াছড়ির বলে ছড়ানোর অপচেষ্টা শনাক্ত: ফ্যাক্টওয়াচ 
নড়াইলে জমে উঠেছে দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়
রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র কার্যকর সমাধান : ইউএন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা
হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ চলছে
ভুটানের সঙ্গে আন্তঃসীমান্ত রেলপথ নির্মাণ করবে ভারত
ড. ইউনূসের সঙ্গে ইউনিসেফ প্রধানের সাক্ষাত: রোহিঙ্গা শিশুদের শিক্ষা বিষয়ে আলোচনা
হবিগঞ্জে কুমারী পূজা অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বৈঠকে ভাষণ দেবেন ট্রাম্প
ট্রাম্পের গাজা পরিকল্পনাকে স্বাগত জানালেন ইইউ প্রধান 
নলছিটিতে শতাধিক কুকুর-বিড়ালকে জলাতঙ্কের টিকা প্রদান
১০